মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৬ নভেম্বর ২০২৪ ১৩ : ৫৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: আজ সেই অভিশপ্ত দিন। একদিকে আজ যেমন ভারতের সংবিধান দিবস, তেমনই এই দিনে বাণিজ্য নগরীতে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর জঙ্গি হামলা। দিনটা ছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর, বুধবার। জঙ্গিরা কব্জা করে নেয় মুম্বইয়ের তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট হাউস, কামা হাসপাতাল এবং নরিমান হাউস। মানুষকে করে দেওয়া হয় বন্দি, সঙ্গে লাগাতার গুলিবৃষ্টি। জঙ্গিরা মৎস্যজীবী পরিচয় দিয়ে আরবসাগরের পথ ধরে প্রবেশ করেছিল ভারতের সীমান্তে। সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে নামানো হয় সেনা, পুলিশ। অভিযান চলে শনিবার ২৯ তারিখ পর্যন্ত। এই হামলায় নিহত হন মোট ১৬৬ জন, আহত হন ৩০০ জনেরও বেশি। সেই ভয়াবহ হামলার স্মৃতি এখনও টাটকা। একমাত্র জীবিত অবস্থায় যে জঙ্গিকে ধরা গিয়েছিল তার নাম আজমল কাসভ। বিচার শেষে তার ফাঁসি হয়।
যে ছয় বীর মুম্বইকে জঙ্গি কবল থেকে মুক্ত করেছিলেন তাঁদের আরও একবার স্মরণ করা হল।
তুকারাম ওম্বলে
তুকারাম ওম্বলে ছিলেন মুম্বই পুলিশের সহকারি উপ-পরিদর্শক। এই হামলায় তিনি নিহত হন। সেদিন তিনি ছিলেন নিরস্ত্র। ২৬ নভেম্বর রাতে আজমল কাসভকে ধরার চেষ্টা করেছিলেন তিনি। তখনই মৃত্যু হয় তাঁর। দক্ষিণ মুম্বইয়ের গিরগাউম চৌপাট্টিতে তাকে গুলি করে হত্যা করা হয়। ঠিক কী হয়েছিল সেই মুহূর্তে? তিনি দেখেন কাসভকে গুলি চালাতে, কোনও অস্ত্র ছাড়াই ঝাঁপিয়ে পড়েন তিনি। রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। অন্যেরা ছুটে আসেন। কিন্তু এই ধ্বস্তাধস্তি চলার সময় গুলি বেরোয় কাসভের বন্দুক থেকে। তাতেই প্রাণ হারান তুকারাম ওম্বলে।
মেজর সন্দীপ উন্নীকৃষ্ণন
মেজর সন্দীপ উন্নীকৃষ্ণন সেই ভয়ঙ্কর রাতে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলকে সন্ত্রাসীমুক্ত করার জন্য এনএসজি কম্যান্ডোদের একটি দলের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। সেখানেই গুলিতে মৃত্যু হয় তাঁর। এই বীরত্বের জন্য পরের বছর ২০০৯ সালে ২৬ জানুয়ারি দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্রে ভূষিত হন সন্দীপ উন্নীকৃষ্ণন।
হেমন্ত করকরে
অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান ছিলেন হেমন্ত করকরে। তিনি ২৬ নভেম্বর কামা হাসপাতালের কাছে এনকাউন্টারে নিহত হন। তাঁর বুকে তিনটে গুলি লাগে। ১৯৮২ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস বা আইপিএস অফিসার ছিলেন হেমন্ত করকরে।
মল্লিকা জগদ
তাজ হোটেলের অতিথিদের খাবারের দায়িত্বে থাকতেন তিনি। হামলার সময় হোটেলের অতিথিদের খাবারের ব্যবস্থা করছিলেন তিনি। জঙ্গি হামলা হয়েছে টের পেয়েই ঠান্ডা মাথায় তিনি তাঁর দল নিয়ে দ্রুত দরজা, লাইট বন্ধ করে সবাইকে চুপচাপ বসে থাকতে বলেন।
করমবীর সিং কাং
তিনি ছিলেন তাজ হোটেলের জেনারেল ম্যানেজার। তাঁর স্ত্রী এবং সন্তান জঙ্গি হামলায় ভিতরে আটকে পড়েন। কিন্তু তা সত্বেও সবাইকে বাঁচাতে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। শত শত লোকের প্রাণ বাঁচিয়েছেন। বাঁচাতে পারেননি স্ত্রী আর সন্তানদের জীবন। প্রয়াত হন তিনিও।
টমাস ভার্গিস
তিনি ছিলেন তাজের ওয়াসাবি রেস্তোরাঁর একজন সিনিয়র ওয়েটার। হামলার দিন গুলি চলাকালীন তিনি অতিথিদের নিচে নামতে বলেন এবং তাদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। সকলেই চলে গেছে তা নিশ্চিত হয়ে ভার্গিস রেস্তোরাঁ থেকে বেরোন। কিন্তু নাহ, তিনি আর ফিরতে পারেননি। সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।
নানান খবর

নানান খবর

মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের

নিরাপত্তা পর্যালোচনায় ৭ লোককল্যাণ মার্গে জরুরি বৈঠকে মোদি

যুদ্ধের ইঙ্গিত? তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অবাক কাণ্ড, এই থানা পরিচালনার দায়িত্বে স্বয়ং ঈশ্বর!

পাল্টে গিয়েছে পাত্র, বিয়ের আসরে বড় অভিযোগ কনের! তারপর যা হল...

ছিটকে পড়ল অণ্ডকোষ, পকেটে রাখা মোবাইল ফেটে হাসপাতালে ফুচকাওয়ালা

পাকিস্তানের জন্য আরও খারাপ খবর! ২৬টি রাফাল কিনতে ৬৩ হাজার কোটির চুক্তি করল ভারত

পালিয়ে ৩০ বছরের নাতিকে বিয়ে করলেন পঞ্চাশোর্ধ্ব মহিলা, এরপরই আগের পক্ষের স্বামী-সন্তানদের হত্যার পরিকল্পনা!

পাকিস্তানে স্বামীর কাছে ফিরল এক ও তিন বছরের সন্তান, ছাড়াছাড়ি হতেই আটারি সীমান্তে কেঁদে ভাসালেন মা

জানেন কেন বাবারা চান তাঁদের প্রথম সন্তান মেয়ে হোক?

আটারি সীমান্তে ভিড়, পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের সময়সীমা শেষের আগে বিদায়

ভারতে আমলাতান্ত্রিক 'ডিক্টেটরশিপ'-এর শিকার সাধারণ নাগরিকরা: নীতিহীন নির্দেশের বন্যায় ক্ষোভ

জাতীয় শিক্ষানীতিতে বড় বদল, বাদ গেল মুঘল যুগ, যোগ হল ভারতের ঐতিহ্য এবং মহাকুম্ভ

দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই জনের মৃত্যু